চ্যানেলটি ১৫ সেপ্টেম্বর ১৯৯৯ সালে ‘আলফা টিভি বাংলা’ নামে চালু হয়, পাশাপাশি একই সময়ে ‘আলফা টিভি মারাঠি’, ‘আলফা টিভি তেলেগু’ এবং ‘আলফা টিভি পাঞ্জাবি’ও চালু হয়।[১] এটি ছিল ভারতের প্রথম বাংলা ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল।[২]
১৯ জুন ২০১১ সালে, জি নেটওয়ার্কের সব চ্যানেলের লোগো পরিবর্তন করে নতুন একটি লোগো চালু করা হয়, যা দেখতে সংখ্যার ২-এর মতো ছিল, ইংরেজি Z-এর মতো নয়।[৩][৪][৫]
২০১৯ সালে সম্রাট ঘোষ চ্যানেলটির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।[৬] এর আগে ৭ অক্টোবর ২০১৮ সালে ‘সা রে গা মা পা’ অনুষ্ঠানের সময় চ্যানেলের নতুন গ্রাফিক্স উন্মোচন করা হয়।[৭][৮][৯]
২০২০ সালের ফেব্রুয়ারি মাসে, এটি ছিল দর্শকসংখ্যার দিক থেকে ভারতের অন্যতম বৃহৎ বাংলা ভাষার টেলিভিশন চ্যানেল।[১০]
৩০ সেপ্টেম্বর ২০২১ সালে বাংলাদেশ সরকার এমন সব বিদেশি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দেয়, যেগুলোতে বিজ্ঞাপন প্রচার করা হতো। এ নিষেধাজ্ঞার ফলে জি বাংলা-সহ বেশ কয়েকটি চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়ে যায়।[১১] দুই সপ্তাহ পর, বিজ্ঞাপনমুক্ত সম্প্রচারের মাধ্যমে জি বাংলা আবার বাংলাদেশে সম্প্রচারে ফিরে আসে।[১২]
বর্তমান অনুষ্ঠানমালা

0 Comments